আলফাডাঙ্গায় অর্ধশত পরিবারের মাঝে লেপ বিতরণ

শীত আসার আগেই আলফাডাঙ্গায় অর্ধশত পরিবারের মাঝে লেপ বিতরণ করেছে ফ্রেন্ডস ফিলিংস ক্লাব নামে একটি সামাজিক সংগঠন।
শনিবার সকাল ১০টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
শুকুরন নেছা লেপ পেয়ে মুখে প্রাণ খোলা হাসি দিয়ে বলেন, এখন থেকে শীতে আর কষ্ট পেতে হবেনা।
সাহেব আলী নামে এক বৃদ্ধ ভ্যানচালক জানান, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। শীত নিবারণের জন্য শীতবস্ত্র কেনার সামর্থ নেই তার। শীতের শুরুতেই লেপ পেয়ে চিন্তামুক্ত হয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি আশরাফ হোসেন, সহসভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাসান শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ প্রমুখ।
সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, শুধুমাত্র সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমানসহ সদস্যদের নিজস্ব অর্থায়নে লেপ প্রস্তুত করার পর তা হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। গতবছরও অর্ধশত পরিবারের মাঝে লেপ প্রদান করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এসএ)

মন্তব্য করুন