চাঁপাইনবাবগঞ্জের পৌর নির্বাচনে হামলা-ভাঙচুরের প্রতিবাদ

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে কর্মীদের উপর হামলা, হুমকি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের সতন্ত্র মেয়র প্রার্থী সামিউল হক লিটন। সোমবার দুপুরে জেলা শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন জানান, তফসিল ঘোষণার পর থেকে সরকার দলীয় নৌকার প্রার্থী মোখলেসুর রহমানের নেতাকর্মী ও সমর্থকরা এখন পর্যন্ত তার ১৩টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। নির্বাচনকে কেন্দ্রে করে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
লিটন বলেন, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারেন এ জন্য ভয়-ভীতি; বিশেষ করে নারী ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরির জন্য জেলা নির্বাচন অফিসার ও রির্টার্নিং কর্মকতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সামউিল হক লিটন বলেন, এসব বিষয়ে নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন অফিস। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সামিউল হক লিটন।
যদিও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, সতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের বিভিন্ন অভিযোগ ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিক পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
নির্বাচন অফিসার বলেন, আচরণবিধি লঙ্ঘন করে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসির নৌকার পক্ষে ভোট চাওয়ায় তাকেও মোবাইলে সর্তক করা হয়েছে এবং নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো প্রার্থী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থাও নেয়া হচ্ছে।
এদিকে নৌকার প্রার্থী মোখলেসুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি জানান, ভোটকে পণ্ড করার জন্যই মূলত সতন্ত্র প্রার্থী এসব অভিযোগ করছেন।
আগামী ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/কেএম)

মন্তব্য করুন