আগুনে পুড়ল টঙ্গীর মাজার বস্তির দুই শতাধিক ঘর

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে আগুন লেগে দুই শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে।
শনিবার সকাল ৬টার কিছু সময় পর দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে ভোররাত চারটার দিকে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেন। তিনি জানান, বস্তিটিতে মোট ৪০০টির মতো ঘর ছিল। এর মধ্যে দুই শতাধিক ঘর পুড়ে গেছে।
আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস এখনও কিছু জানায়নি।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/জেবি)

মন্তব্য করুন