সেনাপ্রধানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ও তুরস্কের নেভাল কমান্ডারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ২১:১৫
অ- অ+

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (ITO Naoki) এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডার অ্যাডমিরাল আদনান ওজবাল (Adnan Ozbal)।

সোমবার তারা সেনা সদরদপ্তরে সেনাপ্রধানের সঙ্গে এ সাক্ষাৎ করেন।

রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশ, জাপান এবং তুরস্কের মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জাপানের রাষ্ট্রদূত এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা