মেয়ের ট্রোলারদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪:১৮
অ- অ+

বলিউডের বচ্চন পরিবারের সব থেকে খুদে সদস্য আরাধ্যা বচ্চন। তারকা জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের একমাত্র মেয়ে। স্টার কিড হওয়ায় ছোট থেকেই লাইমলাইটে সে। তাকে নিয়ে নেটিজেনের মধ্যে প্রচুর ট্রোলিং এবং মিম চলে।

খুদে আরাধ্য়ার লুক হোক কিংবা হাঁটা-চলার স্টাইল- সব কিছু নিয়েই চর্চা চলে নেটিজেনদের মধ্যে।

এবার বাবা অভিষেক বচ্চন সেসব ট্রোলারদের দিলেন কড়া হুঁশিয়ারি। নতুন ছবি ‘বব বিশ্বাস’-এর প্রচারে গিয়ে অভিনেতার সাফ কথা, মেয়েকে নিয়ে ট্রোল করলে বাবা হিসেবে মোটেই সহ্য করবেন না তিনি।

সপ্তাহখানেক আগে আরাধ্যার ১০ বছরের জন্মদিন উদযাপন করতে মেয়েকে নিয়ে মালদ্বীপ উড়ে গিয়েছিলেন অভিষেক এবং ঐশ্বরিয়া। সে সময় বিমানবন্দরে আরাধ্যার হাঁটার ভঙ্গি নিয়ে ট্রোল করেন নেটিজেনদের একটা বড় অংশ।

তারা দাবি করেন, আরাধ্যা নাকি ঠিক করে হাঁটতে পারে না। এমনকি ঐশ্বরিয়ার সঙ্গে তার মেয়ের লুকসেরও তুলনা করা হয়।

সদ্য এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘মেয়ের ব্যাপারে আমি কিছুই সহ্য করব না। আমার মেয়ে সবকিছুর বাইরে। যদি আপনাদের সত্যিই কিছু বলার হয়, সরাসরি আমার মুখের উপর বলুন। সাহস থাকলে আমার সামনে এসে বলুন।’

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা