উত্তরপত্র পাওয়ার পর শিক্ষার্থীরা জানলো পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ২১:১৭

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনীর গনিত-১ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী (০৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বৃষ্টিতে ভিজে সকল পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়। এরপর পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হয় উত্তরপত্র। উত্তরপত্রে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে শিক্ষার্থীরা। পরীক্ষার ঘণ্টা বাজার কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা জানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লেখার পর ৯টা ৫৫ মিনিটে জানতে পারে ‘ঘূর্ণিঝড় জাওয়াদের’ কারণে পরীক্ষা হবে না। পরে পরীক্ষা কক্ষের দায়িত্বে নিয়োজিত থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র ফেরত নেন দায়িত্বরত শিক্ষকরা। এসময় পরীক্ষার পরবর্তী সময়সূচি জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়।। অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

শিক্ষার্থীরা জানায়, বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে এসেছিলাম। ঘূর্ণিঝড়ের কারনে আগেই যদি পরীক্ষা স্থগিত করা হত তাহলে এ ভোগান্তিতে পড়তে হত না।

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব শামছুল আলম বলেন, পরীক্ষা স্থগিতের ঘোষণা পরে আসার কারণে শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলেছিল। পরে তা উত্তোলন করে নেয়া হয়েছে। তবে প্রশ্নপত্র খোলা হয়নি।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ম্যাসেজ আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে সে ম্যাসেজ পৌঁছে দেয়া হয়। ম্যাসেজ পরীক্ষা কক্ষে পৌঁছার আগেই পরীক্ষার্থীরা রোল রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে। পরবর্তীতে সে সব খাতা কেন্দ্র সচিবের নির্দেশে উত্তোলন করে নেয়া হয়। তবে কোন প্রশ্নপত্র খোলা হয়নি।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :