তালেবানের বিরুদ্ধে দাঁড়ালে ধ্বংস করে দেওয়ায় হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২২, ১০:৫৫
অ- অ+

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কেউ তালেবান সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাকে ধ্বংস করে ফেলা হবে।

দেশটির ফারিয়াব প্রদেশে তালেবানের একজন উজবেক কমান্ডারকে আটকের জের ধরে তালেবানের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর এ হুঁশিয়ারি দিলেন মুজাহিদ। খবর পার্স টুডের।

‘গোটা আফগানিস্তান তালেবান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে’ দাবি করে জবিহউল্লাহ মুজাহিদ বলেন, ফারিয়াব প্রদেশের মাইমানা শহর তালেবানের হাতছাড়া হয়ে গেছে বলে যে গুজব রটানো হয়েছে তা সঠিক নয়। আফগানিস্তানের যেকোনো স্থানে নিরাপত্তাহীনতা সৃষ্টি করার ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তালেবানের মুখপাত্র বলেন, যারা শত্রুর সঙ্গে হাত মিলিয়ে সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে তাদেরকে ধ্বংস করে ফেলা হবে।

জবিহউল্লাহ মুজাহিদ বলেন, ফারিয়াব প্রদেশের তালেবান কমান্ডার মোল্লা মাখদুম মোহাম্মাদ আলম রব্বানিকে শিশু অপহরণের দায়ে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করা হচ্ছে। তালেবান এর আগে তাদের যেকোনো সদস্য বা কমান্ডারের যেকোনো ধরনের দুর্নীতি কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছিল।

শনিবার মাখদুমকে আটকের পর তালেবানের উজবেক সদস্যরা এর প্রতিবাদ জানান এবং দু’পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন এবং আহতদের মধ্যে দুইজন বেসামরিক নাগরিক।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা