আইন অনুযায়ী উন্নয়ন প্রকল্পের তদারকিতে ডিসিরাও থাকবেন

জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্প তদারকিতে জেলা প্রশাসকদের কমিটি গঠনের প্রস্তাবে সরকারের তরফে সাড়া মেলেনি। তবে এ ধরনের কমিটি ছাড়াই আইন অনুযায়ী প্রয়োজনীয় তদারকি চালিয়ে নিতে পরামর্শ দেওয়া হয়েছে তাদের।
মঙ্গলবার ঢাকার ওসামানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে একথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এক ব্রিফেংয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বৈঠকে জেলা প্রশাসকরা চেয়েছিল প্রকল্প বাস্তবায়নে যেন জেলা পর্যায়ে কমিটি করা হয়। আমরা বলেছি কমিটি করার প্রয়োজন নেই। এলাকার ভেতরে কাজ দেখার অধিকার ডিসিদের আছে।’
মন্ত্রী বলেন, ‘আমি বলেছি, আমরা আপনাদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ করি, চিঠি দিই। সেগুলো অনুযায়ী আপানারা কাজ করবেন। আমিও ডিসি ছিলাম। আমি মনে করি এটা প্রয়োজন নেই। যথেষ্ট দায়িত্ব ক্ষমতা তাদের হাতে আছে। এটাকে প্রয়োগ করা প্রয়োজন। সেজন্য ব্রিটিশ ধারণার যে ইন্সপেকশন, সেটার প্রয়োজন নেই। তারা দেখতে যাবে, ওভারসি করবে, সেটা আরও বেশি করে করার জন্য ডিসিদের অনুরোধ করেছি।’
বিদ্যমান আইনেই জেলা প্রশাসকদেরকে উন্নয়ন প্রকল্প দেখভালের দায়িত্ব দেওয়া আছে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘উন্নয়ন প্রকল্প তদারকির তো অলরেডি বিধান আছে। জেলা প্রশাসকরা তাদের এলাকায় যেসব প্রকল্প আছে সেগুলো দেখতে পারেন। দেখা মানে কিন্তু ইন্সপেকশন নয়, ইন্সপেকশন শব্দটা ভয়ংকর। পরিদর্শন অর্থে বলেছি। যাওয়া-আসা খোঁজ-খবর নেওয়া। সেটাকে আমরা আন্ডারলাইন করেছি।’
এসময় সরকারি প্রকল্পে বিদেশি ঋণ বোঝাতে সহায়তা শব্দটি ব্যবহারের ক্ষেত্রে জেলা প্রশাসকদের বৈঠকে সচেতন করা হয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।
ডিসি সম্মেলনের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থবিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষ জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে মিলত হয়।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অফিসে অভিযোগ বক্স রাখার নির্দেশ

এক দিনে শনাক্তের হার ০.৬৫ শতাংশ, মৃত্যু নেই

হজে যেতে খরচ বাড়ল আরও ৫৯ হাজার টাকা

‘ডেল্টা প্ল্যান’ বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অনিবন্ধিত সব ক্লিনিক ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ

বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরেছেন ১৬০ বাংলাদেশি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি নেতা মুফতি আব্দুল হাই গ্রেপ্তার

গাফফার চৌধুরীর মরদেহ ঢাকা পৌঁছবে শনিবার
