ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল হ্যারিকেন্স

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:০১

মেলবোর্নে অনুষ্ঠিত বিগব্যাশ লিগের ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেন মেলবোর্ন স্টারর্সের দলীয় অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। তাতেই ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। এই ম্যাচে একাই ১৫৪ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হোবার্ট হ্যারিকেন্সের অধিনায়ক ম্যাথু ওয়াইড। টস হারলেও ব্যাট হাতে হতাশ হয়নি স্টারর্স। জো ক্লার্ককে সঙ্গে নিয়ে ব্যাট হাতে ওপেনিং জুটিতে মাত্র ৪২ বলে ৯৭ রান তোলেন ম্যাক্সওয়েল। ১৮ বল খেলে ৩৫ রান করে জস কানের বলে আউট হন ক্লার্ক। পরের উইকেটের খেলতে নেমে ৩ রান করেন নিক লার্কিং।

এরপর আর উইকেট হারাতে হয়নি স্বাগতিক স্টার্সকে। তৃতীয় উইকেটের জুটিতে মাকার্স স্টোয়নিসকে সঙ্গে নিয়ে মাত্র ৫৪ বলে ১৩২ রানের অপ্রতিরোধ্য জুটি গড়েন দলীয় ওপেনার এবং অধিনায়ক ম্যাক্সওয়েল। সেই সুবাদে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি ব্যক্তিগত ইনিংসকে দেড়শও ছাড়িয়ে নিয়ে যান তিনি। অপরাজিত থাকেন ১৫৪ রানে। মাত্র ৬৪ বলে খেলা এই ইনিংসটি ৪টি ছয় এবং ২২টি চারে সাজানো।

এদিকে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর ৭৫ রান করে অপরাজিত থাকেন স্টোয়নিস। মাত্র ৩৪ বল খেলে ৬টি ছয়ে এবং ৪টি চারের মাধ্যমে এই ইনিংসটি সাজিয়েছেন তিনি। ফলে নির্ধারিত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭৩ রানে থামে মেলবোর্ন স্টারর্সের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়ে বসে হ্যারিকেন্স। ৩ রানে ক্যালেব জোওয়েল এবং ১১ রানে ফেরেন জর্ডান থমসন। আর অধিনায়ক ম্যাথু ওয়েড আউট হওয়ার আগে করেন ১০ রান।

চতুর্থ উইকেট জুটিতে জয়ের ক্ষুদ্র প্রয়াস চালান ওপেনার ম্যাকডারমোট এবং ডি’আর্চি শর্ট। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ব্যক্তিগত ফিফটি করার পর ৫৫ রানে আউট হন ডারমোট। এছাড়া ২৮ পিটার হ্যান্ডসকভ এবং ১৩ রানে ফেরেন টিম ডেভিড। আর ৪১ রানে ডি’আর্চিশর্ট এবং শূন্যরানে মিচেল ওয়েইন অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :