ইতিহাসের পাতায় ভারতী সিং, জানুন কীভাবে

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১১:০৬
অ- অ+

মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় কমেডি তারকা ভারতী সিং। বাবা হচ্ছেন হর্ষ লিম্বাচিয়া। তবে অন্তসত্ত্বা হওয়ার পর নিজের কাজ থামিয়ে দেননি ভারতী। বরং একটি নতুন রিয়্যালিটি শো সঞ্চালনা শুরু করেন তিনি। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে তিনিই প্রথম সঞ্চালক, যিনি গর্ভাবস্থায় রিয়্যালিটি শো সঞ্চালনা করবেন।

যদিও ভারতী ও হর্ষের পরিবারের সদস্যরা তার কাজে ফিরে আসার বিষয়ে সন্দিহান ছিলেন। তবে ভারতী জানান, তিনি গর্ভাবস্থায় নারীদের কাজ চালিয়ে যাওয়ার ধারণাটিকে স্বাভাবিক করতে চেয়েছিলেন। ভারতীকে কীভাবে তার পরিবার সতর্কতার তালিকা দিয়ে ভয় দেখিয়েছিল, সে কথাই একটি ভিডিওতে মজার ছলে তুলে ধরেছেন তিনি।

ভারতীয় বলেন, ‘আমি সেটে পৌঁছেছি। আমি কিছুটা ভয় পাচ্ছি যে এই পরিস্থিতিতে শুটিং করছি। তবে প্রচুর ভালোবাসা ও আশীর্বাদ পাচ্ছি এবং আমার দল এবং পরিবার আমাকে ঘিরে রয়েছে। সুতরাং, আমার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।’

ভিডিওটিতে তিনি আরও বলেন, কীভাবে তার পরিবার তাকে সতর্ক করেছিল যে অন্তসত্ত্বা অবস্থায় সেটে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমি আমার মাসহ সকলের চিন্তাভাবনা পরিবর্তন করতে চাই। আমি ভারতের প্রথম গর্ভবতী সঞ্চালক। গর্বের সঙ্গে জানান ভারতী। আগামী ২২ জানুয়ারি থেকে সম্প্রচারিত হবে এই শো।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা