পশ্চিমা বিশ্বকে আতঙ্ক না ছড়ানোর আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২:০৯ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২২, ১০:০২

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়াতে পশ্চিমা দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় লাখো সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া।

স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান তিনি। খবর সংবাদমাধ্যম সিএনএনের।

গত বছর থেকেই ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েন করেছে রাশিয়া। সম্প্রতি সেখানে সামরিক মহড়া জোরদার করা হয়েছে। রাশিয়ার এমন প্রস্তুতিতে পশ্চিমা দেশগুলোর ধারণা ইউক্রেন দখল করতেই রাশিয়ার এই সেনা সমাবেশ ঘটিয়েছে। তবে রাশিয়া এমন অভিযোগ বারবার নাকচ করে আসছে। বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনায় বসছে নানা পক্ষ। ইউক্রেনকে ঘিরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার এমন উত্তেজনার মধ্যেই শুক্রবারের সংবাদ সম্মেলনে আসেন জেলেনস্কি। সেখানে আতঙ্ক না ছড়াতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

ভলোদিমির জেলেনস্কি বলছেন, ‘আমরা এই আতঙ্ক চাই না। আগ্রাসন অবশ্যম্ভাবী বলে বারবার সতর্ক করার মধ্য দিয়ে ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে ফোনালাপের কথা তুলে ধরে ভলোদিমির জেলেনস্কি বলেন, যদিও ক্রেমলিন এর পক্ষ থেকে বারবার আগ্রাসনের হুমকি আসে তবুও ২০১৪ সাল থেকেই কিয়েভ জানে কীভাবে তা মোকাবেলা করে টিকে থাকতে হয়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, তারা বলছে আগামীকালই যুদ্ধ। এটাই আতঙ্ক।’

রাশিয়ার সেনা সমাবেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন না জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত বছরেও এমন সেনা মোতায়েন করা হয়েছিল।

আতঙ্ক সৃষ্টির পেছনে সংবাদমাধ্যমও দায়ী বলে এসময় অভিযোগ করেন জেলেনস্কি। বলেন, আমি দেখতে পাচ্ছি এক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। কিয়েভকে নিয়ে উভয়পক্ষই উত্তপ্ত পরিবেশ তৈরি করছে। তবে, যুদ্ধের জন্য সব রকমের প্রস্তুতি নেওয়ার কথাও স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ হামাসের, তবে ‘বল ইসরায়েলের কোর্টে’

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :