আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন লাকমাল

আসন্ন ভারত সফরের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন শ্রীলঙ্কান ডানহাতি পেসার সুরাঙ্গা লাকমাল। এক বিবৃতির মাধ্যমে লাকমাল নিজেই তার অবসরের কথা জানিয়েছেন। আর জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ইংল্যান্ডের কাউন্টিতে যোগ দেবেন বলেও এই লঙ্কান পেসার নিশ্চিত করেছেন।
ফেব্রুয়ারি মাসে ভারত সফরে যাবে শ্রীলঙ্কা জাতীয় দল। চলতি মাসে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন পেসার সুরাঙ্গা লাকমাল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) এক চিঠিতে অবসর নেওয়ার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
নিজের অবসরের কথা জানানোর সময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লাকমাল বলেন, ‘আমি শ্রীলঙ্কার ক্রিকেটের কাছে সবসময় ঋণী থাকবো এমন সুযোগ দেওয়ায় ও আমার দেশের সম্মান রাখার দায়িত্বে বিশ্বাস রাখায়। এটা ছিল সত্যিই আনন্দের এমন একটা বোর্ডের সঙ্গে সম্পর্ক রাখা যারা আমার পেশাদার ও ব্যক্তিগত দুই জীবনকেই সমৃদ্ধ করেছে। আমার সব খেলোয়াড়, কোচ ও সতীর্থ ও সাপোর্ট স্টাফের প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি।’
লাকমলের অবসর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিইও বলেন, ‘আমরা লাকমলকে তার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা জানাই। ভারত সফরে শ্রীলঙ্কার হয়ে ভালো করার দিকেও তাকিয়ে আছি যদি নির্বাচকরা দলে নেয়।’
তিনি আরও বলেন,‘শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য লাকমালের দুর্দান্ত অবদান আছে। সে মনে রাখার মতো কিছু স্পেল করেছে জাতীয় দলের হয়ে। শ্রীলঙ্কার ক্রিকেটকে দেওয়া তার সবকিছু মনে থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর সোজা কাউন্টি খেলতে যাবেন এই লঙ্কান পেসার। আর এর মধ্যেই ডার্বিশায়ারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিও করেছেন। ডার্বিশায়ারের পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে মিকি আর্থার বলেছন, ‘শ্রীলঙ্কার সবসময়ের সেরাদের অন্যতম লাকমল। আগামী দুই মৌসুমের জন্য তাকে ডার্বিশায়ারে পাওয়া দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ডার্বিশায়ারে নাম লিখিয়ে লাকমল নিজের রোমাঞ্চটাও বুঝিয়েছে।’
উল্লেখ্য, অভিষেক হওয়ার পর ৬৮ ম্যাচে শিকার করেছেন ১৬৮ উইকেট। এছাড়া ৮৬ ওয়ানডেতে ১০৯ ও ১১ টি-টোয়েন্টিতে ৮ উইকেট রয়েছে লাকমলের ঝুঁলিতে।
(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এমএম)

মন্তব্য করুন