হাসপাতালের ওয়াশরুম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৫
অ- অ+

কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের ম‌হিলা ওয়ার্ডের ওয়াশরুমের ক‌মোড থে‌কে একটি অজ্ঞাত নবজাত‌কের মর‌দেহ উদ্ধার করেছে পু‌লিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার দুপু‌রে হাসপাতা‌লের ম‌হিলা মে‌ডি‌সিন ওয়া‌র্ডের ওয়াশরু‌মের ক‌মোড থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে।

হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

হাসপাতাল সূত্র জানা যায়, সকা‌লে হাসপাতা‌লের ক্লিনার ম‌হিলা মে‌ডি‌সিন ওয়ার্ডের (৫ নং ওয়ার্ড) ওয়াশরু‌মের ক‌মো‌ড প‌রিষ্কার কর‌তে যায়। এসময় ক‌মো‌ডে এক‌টি নবজাত‌কের মর‌দেহ দেখ‌তে পে‌য়ে কর্তৃপক্ষ‌কে খবর দেয়। প‌রে হাসপাতাল কর্তৃপক্ষ পু‌লি‌শে খবর দি‌লে পু‌লিশ এ‌সে মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে। ত‌বে তাৎক্ষ‌ণিকভা‌বে নবজাত‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি।

তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ ব‌লেন, 'নবজাতক‌টি সদ‌্য প্রসূত ও বেওয়া‌রিশ। শ‌নিবার দিবাগত রা‌তের কোনও এক সময় শিশু‌টি ফে‌লে রাখা হ‌য়ে থাক‌তে পা‌রে। ত‌বে শি‌শু‌টি হাসপাতা‌লে ডে‌লিভা‌রি হয়‌নি ব‌লে আমরা গাইনী ও প্রসূ‌তি ওয়ার্ড সূ‌ত্রে নি‌শ্চিত হ‌য়ে‌ছি।'

তত্ত্বাবধায়ক আরও ব‌লেন, ‘আমরা পু‌লিশ‌কে এ ব‌্যাপা‌রে আই‌নি ব‌্যবস্থা নেওয়ার অনু‌রোধ ক‌রে‌ছি। তারা বিষয়‌টি তদন্ত কর‌বেন।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি আমরা দেখছি।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
ক্যানসার ও হার্টঅ্যাটাকের ঝুঁকি কমায় ভেষজ পাটশাক, ওজনও কমায় দ্রুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা