হুতি বিদ্রোহীদের স্থাপনায় সৌদি জোটের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৩| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৭
অ- অ+

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় ইরান সমর্থিত ইয়েমেনের রাজধানীতে অবস্থিত হুতি বিদ্রোহীদের একটি টেলিযোগাযোগ সিস্টেম ধ্বংস হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইয়েমেনের সানার উত্তরাংশে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পাশেই ওই স্থাপনাটি অবস্থিত। মূলত ড্রোন নিয়ন্ত্রণে স্থাপনাটি ব্যবহৃত হতো। এই গ্রাউন্ড স্টেশনটি লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি।

সোমবার হুতিদের পরিচালিত টেলিভিশন আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়, জোট বাহিনী টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে হামলা চালিয়ে টেলিইয়েমেন টেলিকম কোম্পানির ভবন ধ্বংস করেছে।

হামলার আগে ইয়েমেনের টেলিযোগাযোগ মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের ভবন থেকে অন্যত্র সরে যেতে বলেছিল। ২০১৪ সালে শুরু হওয়া সংঘর্ষে এবারই প্রথম কোনো বেসামরিক মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে সৌদি জোট। হুতিরা বেসামরিক মন্ত্রণালয়গুলোর সদরদপ্তরকে ‘শত্রæতামূলক অভিযান চালাতে’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে।

হুতি বাহিনীও নিয়মিত সৌদি আরবের তেল ট্যাংক এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলা চালাত। এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছিল।

সম্প্রতি, গত কয়েক মাস যাবত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। কারণ হুতি বাহিনী নিয়মিত সৌদি আরব এবং এর মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে।

২০১৫ সালে হুতি বাহিনী ইয়েমেনের সরকারকে উৎখাতের পরে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে হস্তক্ষেপ শুরু করে।

সাত বছর ধরে চলা সংঘর্ষে লাখো নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেনে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মতে, সেখানে সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে। ইতোমধ্যে, অপুষ্টির শিকার হয়ে লাখো শিশু মৃত্যুর দিকে ঝুঁকছে।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইকেলে ঘাস, ভেতরে মিলল ৫১ হাজার মার্কিন ডলার
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলা
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক 
বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা