সেনেগালে সাদিও মানের নামে স্টেডিয়াম

মাত্র কয়েকদিন আগে মিশরকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপে শিরোপা নিজেদের করে নিয়েছে সেনেগাল জাতীয় ফুটবল দল। এবারের শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল দলীয় ফরোয়ার্ড সাদিও মানের। সময়ের অন্যতম সেরা এই তারকার নামকরণে এবার সেনেগালে তৈরি করা হচ্ছে ফুটবল স্টেডিয়াম।
নিজ দেশের মানুষের সেবায় বহু আগেই লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন লিভারপুল সুপার স্টার। করোনা মহামারি চলাকালীন সময় বিশেষ তহবিল প্রদান করেছেন। হাসপাতাল, স্কুল ও মসজিদ নির্মাণে অর্থ প্রদান করেছেন। তবে আফকন শিরোপা তাকে নিয়ে গেছে সম্মানের সর্বোচ্চ চূড়ায়।
সেনেগালের ডাকার শহরের মেয়র আবদুলয়ায়ে দিওপ সাদিও মানে নিয়ে বলেন, ‘মানে সেনেগালসহ পুরো সেদহু প্রদেশকে সম্মানিত করেছেন। এ কারনেই আমি সেদহু স্টেডিয়ামটিকে সাদিও মানের নামের নামকরনের ঘোষনা দিচ্ছি। এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম তাদের জাতীয় বীরের সাথে পরিচয় হতে পারবে। এই উপহার সত্যিকার অর্থেই মানের প্রাপ্য।’
২৯ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার এবারের আফ্রিকান নেশন্স কাপে অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। মিশরের বিপক্ষে ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে তার গোলেই সেনেগালের শিরোপা নিশ্চিত হয়।
গত সোমবার নেশন্স কাপ বিজয়ী জাতীয় দলকে স্বাগত জানাতে সেনেগালের রাজধানী ডাকারের রাস্তায় লাখ লাখ ফুটবল ভক্ত উপস্থিত হয়েছিলেন। জাতীয় ফুটবল দলের সাথে একাত্ব হয়ে তারা শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেছে। সেনেগালের রাষ্ট্রপতি ম্যাকি সাল খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দেয়ায় ছাড়াও প্রতিটি খেলোয়াড়কে একটি করে ফ্ল্যাট উপহার দিয়েছেন। সাথে সাথে তাদের দেশের সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এমএম)

মন্তব্য করুন