বাবা-মা হারিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মেয়েটি

বাবা মারা যান বছর দুয়েক আগে। মা মারা গেছেন সাত দিন হয়েছে। এমনি পরিস্থিতিতে শনিবার দুপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন পম্পি রানী দেব (২২)। সিলেট আখাউড়া সেকশান লংলা রেলওয়ে স্টেশনের অদূরে রাউতগাঁও এলাকায় এই ঘটনা। তবে ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
রাউতগাঁও গ্রামেই তাদের বাড়ি। বিকালে রাউতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ এবং শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন পাল জানান, মেয়েটির বাবা শশাঙ্ক দেব মারা যান বছর দুয়েক আগে। মা বীনা রানী দেবও চলে যান সপ্তাহখানেক হলো। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় সে একা। এমনি পরিস্থিতিতে মেয়েটি প্রাইভেট টিউশনি ( শিক্ষকতা) করালেও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি আসছে দেখে দৌড়ে ঝাঁপ দেয়।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন