এবার ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২২, ১৪:০৯
অ- অ+

শিরোনাম দেখে একদম ঘাবড়াবেন না। কারণ, আপনাদের প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এমন কিছু করেননি, যার জন্য তাকে কারাবাস করতে হবে। ওটি আসলে ‘মনপুরা’ তারকার নতুন ওয়েব সিরিজের নাম। যেটি পরিচালনা করবেন সৈয়দ আহমেদ শাওকী।

এই নির্মাতার নির্দেশনায় গত বছর ‘তাকদীর’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেন চঞ্চল চৌধুরী। সেটি তুমুল জনপ্রিয়তা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও চঞ্চলকে নিয়ে কাজ করছেন শাওকী। তাদের যৌথ প্রচেষ্টায় নির্মিত হবে ওয়েব সিরিজ ‘কারাগার’।

এ সিরিজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘শিগগিরই শুটিং শুরু করবো। এখন প্রি-প্রডাকশনের কাজ চলছে। নতুন গল্প বা চরিত্রগুলো কেমন হবে, তা এখনই বলা যাবে না। তবে ‘তাকদ্বীর’-এর পর দর্শকদের ভেতরে যে কৌতুহল তৈরি হয়েছে, সেটা মেটানোর আপ্রাণ চেষ্টা থাকবে।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘সকল প্রস্তুতি শেষ। টানা এক মাস শুটিং চলবে। শাওকী খুব যত্ন নিয়ে কাজ করে। নির্মাতা আর অভিনেতা যার যার কাজ সততার সঙ্গে করলে দর্শকের মন কাড়বেই। তাই আমি দর্শকদের কাছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে খুব সচেতন থাকার চেষ্টা করি।’

শোনা যাচ্ছে, নির্মাণের পর ঈদে মুক্তি পাবে ‘কারাগার’ ওয়েব সিরিজটি। সে সময় চঞ্চল চৌধুরীর বেশ কিছু নাটকও প্রকাশ পাবে। বর্তমানে মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় একটি টেলিকম কোম্পানির টিভিসির কাজ করছেন দুই পর্দার জনপ্রিয় এই অভিনেতা।

ঢাকাটাইমস/১৬ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শপিং মলে ধাক্কা দিয়ে টাকা ও স্বর্ণ চুরি, নারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
তারেক রহমানকে যুবদলের সম্মাননা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
ফ্রান্সের শেষ সংবাদপত্র ফেরিওয়ালা আলি আকবর পাচ্ছেন ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা