সরে দাঁড়ালেন আরিফুল, চলতি মাসেই সিলেট বিএনপির সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২২ মার্চ ২০২২, ১৬:২৮| আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬:৫২
অ- অ+

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট জেলা বিএনপির কাউন্সিল হচ্ছে। আগামী ২৯ থেকে ৩১ মার্চের মধ্যে সুবিধাজনক যেকোনো দিন সময় ও স্থানে এই কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার সন্ধ্যায় নগরীর দরগা মহল্লায় একটি অভিজাত হোটেলের হল রুমে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাউন্সিলে সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে সংবাদসম্মেলন করে মেয়র তার নতুন এই সিদ্ধান্ত জানান।

বিএনপি সিলেট জেলার আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ঢাকা টাইমসকে নিশ্চিত করেন সোমবার বিকালের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বশীল ড্যাব নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সিলেট জেলা বিএনপির কাউন্সিল অবশ্যই হবে। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বিএনপি শুধু দেশেই নয় দলের অভ্যন্তরেও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।’ তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে সকল স্তরে কাউন্সিল আয়োজনের মাধ্যমে দলে গণতন্ত্রের বিকাশ ঘটাতে কাজ করা হচ্ছে।

জানা গেছে, সভার আলোচনার ভিত্তিতে প্রস্তুতি, সুবিধা ও অনুমতি সাপেক্ষে আগামী ২৯ থেকে ৩১ মার্চের মধ্যে যে কোনো দিন জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, মো. ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান চৌধুরী প্রমুখ।

অজ্ঞাত কারণে সোমবার সিলেট জেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়। দলের একাধিক সূত্র জানিয়েছে,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের কর্তৃত্ব কমাতে কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আর আরিফুলের বিজয় ঠেকাতে কাউন্সিল স্থগিত করিয়েছিলেন খন্দকার মুক্তাদির।

সর্বশেষ ২০১৬ সালে কাউন্সিলের মাধ্যমে কামরল ইসলাম শামীম সভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা আলী আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালে এই কমিটি বিলুপ্ত করে কামরুল হুদা জায়গিরদারকে আহ্বায়ক এবং অন্য ১৮ নেতাকে সদস্য রেখে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ঢাকাটাইমস/২২মার্চ/এআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা