অনাস্থা প্রস্তাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২২, ১৬:২৮

পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের তোলা অনাস্থা প্রস্তাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

গত রবিবার এক সমাবেশে একটি চিঠি দেখিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ এই চিঠি।তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব এই বিদেশি ষড়যন্ত্রেরেই অংশ।

তবে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, অনাস্থা প্রস্তাবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘হুমকি দিয়ে চিঠি লেখার’ বিষয়টি ভিত্তিহীন।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।পাকিস্তানে আইনের শাসনকে সমর্থন করে তারা।

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান জানায় তারা।

পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন ৩৪২টি। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজন ১৭২টি ভোট। বিরোধী জোটের হাতে রয়েছে ১৯৯ ভোট। অন্যদিকে ইমরানের হাতে রয়েছে মাত্র ১৪২ ভোট।

ফলে দেশটির ইতিহাসে এই প্রথমবার বিরোধীদের অনাস্থা ভোটে কোনো প্রধানমন্ত্রী বিদায় নিতে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/৩১মার্চ/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :