কপালে টিপ কেন? শিক্ষিকার ওপর চড়াও পুলিশের পোশাক পরা ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২২, ০৮:৩০
অ- অ+

কলেজে যাচ্ছিলেন শিক্ষিকা। কপালে ছিল টিপ। সেই টিপ দেখেই মাথায় খুন চেপে গেলে পুলিশের পোশাক পরা এক ব্যক্তির। এর পর অকথ্য ভাষায় গালাগাল। শিক্ষিকা প্রতিবাদ করায় তার ওপর মোটরসাইকেল তুলে দেওয়ার চেষ্টা চালানো হয়।

রাজধানীর ফার্মগেটে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ড. লতা সমাদ্দার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক। তার স্বামী অধ্যাপক ড. মলয় বালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের শিক্ষক।

ঘটনার পর শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেছেন ড. লতা সমাদ্দার। লিখিত অভিযোগে বলা হয়, শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে রিকশায় করে ফার্মগেটে নামেন। আনন্দ সিনেমা হলের সামনে থেকে হেঁটে কলেজে যাওয়ার সময় সেজান পয়েন্টের সামনে মোটরসাইকেলে (নম্বর-১৩৩৯৭০) বসে থাকা পুলিশের পোশাক পরা এক ব্যক্তি কপালের টিপ নিয়ে বাজে মন্তব্য করেন। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। পেছনে ফিরে প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এসময় গায়ে মোটরসাইকেল তুলে দেওয়ার চেষ্টা করা হয়। সরে গিয়ে রক্ষা পেলেও তিনি আহত হয়েছেন । এরপর পাশেই দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকে ঘটনাটি জানান।

অভিযোগের বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, শিক্ষিকার অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি থানা পুলিশের নাকি ট্রাফিক বিভাগের তা তদন্ত হচ্ছে।’

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে যুবদলের সম্মাননা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
ফ্রান্সের শেষ সংবাদপত্র ফেরিওয়ালা আলি আকবর পাচ্ছেন ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা
নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা