মানিকগঞ্জে সাংসদ দুর্জয়ের ঈদ উপহার বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২২, ২২:২০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘিওর উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যক্তিগত অর্থায়নে এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার দেন তিনি।

দুর্জয় বলেন, দেশ বিগত সময়ের থেকে এখন অনেক ভাল আছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার আপনাদের মাঝে দিতে এসেছি। এই সরকার গরিব মানুষের পাশে আছে, থাকবে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং নৌকা মার্কার সাথেই থাকবেন।

ঈদ উপহার পেয়ে বৈকুন্ঠপুর গ্রামের বৃদ্ধা সামেরজান বেগম জানান, আমার আপন বলে স্বামীপুত্র কেউ নেই। এবারই প্রথম আমাকে কেউ একটা শাড়ি দিল। আমি এমপি সাবের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন।

আরেক বিধবা বৃদ্ধা সায়জান বেগম জানান, আমার স্বামী নাই। প্রতিবার ঈদ এলেই এমপি দুর্জয় আমার মত অনেককেই শাড়ি দেন। আবার মাঝে মাঝে টাকা পয়সাও দেন। আমাদের এইভাবে কেউ কিছুই দেননি। তার জন্য দোয়া করি যেন এইভাবে আমাদের পাশে তিনি সব সময় থাকেন।

এসময় সংসদ সদস্য দুর্জয়ের সহধর্মিনী ফারহানা রহমান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, সিংজুরী ইউনিয়নের চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :