প্রধান শিক্ষককে হাত কেটে ফেলার হুমকি, তদন্তের নির্দেশ আদালতের

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২২, ২১:১৪
অ- অ+

পছন্দের লোককে স্কুল কমিটির সভাপতি পদে মনোনয়ন তালিকায় এক নম্বরে না দিলে হাতের কব্জি কেটে ফেলা হবে বলে স্কুল চলাকালে প্রধান শিক্ষককে হুমকির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বামনা থানাকে অভিযোগে তদন্তের নির্দেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বামনা) মোহাম্মদ রাসেল মজুমদার।

মঙ্গলবার হুমকির অভিযোগে বামনা থানায় সাধারণ ডায়েরি করেন রামনা উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল কবির।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মঙ্গলবার জিয়াউল আহসানসহ তিনজন স্কুল চলাকালে স্কুল ভবনের দোতলায় এসে জিয়াউল হাসান প্রধান শিক্ষককে বলেন, ‘চেয়ারম্যানের নাম এক নম্বরে না রাখলে তোর হাতের কব্জি কেটে ফেলব আমার মায়ের দুধের কসম।’ এরপর তিনি হুমকি দিয়ে চলে যান। এ বিষয়ে জিডি করেন প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল কমিটির পরিচালনা পরিষদের জন্য স্থানীয় বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা আলাদা ডিও লেটার দেন। এই দুই এমপির এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় বিভিন্ন অপ্রিতিকর ঘটনা ঘটছে।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
ক্যানসার ও হার্টঅ্যাটাকের ঝুঁকি কমায় ভেষজ পাটশাক, ওজনও কমায় দ্রুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা