বিএনপি নেতা মঈন খান আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৮:৩৯
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় রাজনৈতিক কর্মসূচি চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, রবিবার ড. মঈন খান নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় অবস্থিত জিন্দা পার্কে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। দুপুরের খাবারের বিরতির সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডক্টর মঈন খানের জ্ঞান ফিরেছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

মঈন খানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

(ঢাকাটাইমস/১৬মে/ওএফ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা