বঙ্গবন্ধুই নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন: ওবায়দুল কাদের

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কবি নজরুল ইসলামকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় কবি নজরুল ইসলাম যৌবনের কবি। তিনি মানবতার, বিদ্রোহী কবিও। জাতির পিতা বঙ্গবন্ধুই কবিকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। ১৯৪২ সাল থেকে অসুস্থ হয়ে পড়া জাতীয় কবির মৃত্যু হয় ১৯৭৬ সালের ২৭ আগস্ট। তার ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। বাংলাদেশের মানুষের কাছে আজীবন তিনি অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত থাকবেন।’
বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘নজরুল আমাদের মাঝে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার চেষ্টা করে গিয়েছেন। আজ সেই জাতীয় কবির মৃত্যুবার্ষিকী। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটি সমূলে উৎপাটন করতে হবে।
(ঢাকাটাইমস/২৫মে/এমআই/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

অতঃপর ফিরলেন স্বপন!

পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদেরের অভিনন্দন

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সেই রাব্বানীকে তুলোধুনা

সুশৃঙ্খল নির্বাচনের জন্যই ইভিএম চায় আ.লীগ: কাদের

উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার: ফখরুল

ইভিএম যাচাই: আজ ১৩ দলের সঙ্গে বসছে ইসি
