কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ

সাক্কুর টেবিল ঘড়ি কায়সারের ঘোড়া আর রিফাতের নৌকা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২২, ১১:৫০
অ- অ+

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়া আরেক প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ।

জানা গেছে, প্রতীক বরাদ্দকালে শুধু প্রার্থীদেরকেই শিল্পকলা একাডেমিতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। কর্মী-সমর্থকদের ঢুকতে দেওয়া হয়নি।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবী চৌধুরী বলেন, ‘নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। শৃঙ্খলা রক্ষায় প্রার্থীদের ছাড়া অন্যদের প্রবেশ করতে দেওয়া হয়নি। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে।’

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোট হবে ১৫ জুন।

(ঢাকাটাইমস/২৭মে/এমএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা