চুনারুঘাটে দুই বোন নিখোঁজ, হতাশায় পরিবার

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২২, ১২:২২
অ- অ+

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুরে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে নুর মিয়ার দুই মেয়ে। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি। মা-বাবা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে সন্তানদের খোঁজে। গত ২৪ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মোছা. রিমা আক্তার (১৮) ও তার ছোটবোন মোছা. রিফা আক্তার (১৬) নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার বিকালে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা নুর মিয়া। অন্যদিকে একসঙ্গে দুই মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে নুর মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের নুর মিয়ার দুই মেয়ে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ির বাইরে যায়। ওইদিন সন্ধ্যা থেকে ৩ দিন অতিবাহিত হলেও তারা ফিরে না এলে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। মোছা. রিফা আক্তার (১৬) স্থানীয় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং বড় বোন রিমা আক্তার পড়াশোনা করে না। তবে তাদের দুজনকে কারা নিয়ে গেছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এখনো। রিফা ও রিমার মা আনোয়ারা বেগম বলেন, পাশের বাড়ির কথা বলে বাড়ি থেকে বের হয় তারা । কিন্তু কোথায় গেল ভেবে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে । তিন দিন থেকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছি মেয়ে দুজনের জন্য। পাগল হয়ে গেছি আমরা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, তাদের ভাই বিভিন্ন বিষয় নিয়ে শাসন করায় অভিমান করে বাড়ি থেকে চলেগেছে। এবিষয়ে

থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডির সূত্র ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চলছে।

(ঢাকাটাইমস/২৮মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা