ইরানের পাল্টা পদক্ষেপে আটক তেলবাহী জাহাজ ছেড়ে দিচ্ছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২২, ১৫:৪৩
অ- অ+

যুক্তরাষ্ট্রের চাপের মুখে আটক ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছে গ্রিসের একটি উচ্চতর আদালত।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর আগে ইরানের জাহাজটি আটক এবং জাহাজের তেল আমেরিকার কাছে হস্তান্তরের আদেশ দেয় গ্রিসের একটি আদালত।

পরে ওই আদেশ বাতিল করে ইরানের কাছে জাহাজ এবং সমস্ত তেল ফেরত দেওয়ার নতুন আদেশ দিয়েছে দেশটির আপিল বিভাগ।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইরানি জাহাজ আটকের ঘটনার সঙ্গে গ্রিসের সরকার জড়িত নয়। আদালত এখন জাহাজটি ছেড়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছে।

এথেন্সে ইরানের দূতাবাস নিশ্চিত করেছে যে, ‘‘ঘটনার বিস্তারিত তদন্ত শেষে ইরানের জাহাজটি ছেড়ে দেয়ার জন্য গ্রিসের আপিল আদালত আদেশ দিয়েছে। এখন আল্লাহর রহমতে তেলের পুরো চালান ইরানের কাছে ফেরত দেয়া হবে।’’

ইরানের দূতাবাস জোর দিয়ে বলেছে, জনগণের অধিকার হচ্ছে ইরানের সরকারের কাছে ‘রেড লাইন’।

গত মাসে গ্রিসের পানিসীমা থেকে ইরানের তেলবাহী জাহাজটি আটক করা হয়। জাহাজে এক লাখ টন তেল ছিল। পরে যুক্তরাষ্ট্রের নির্দেশে ইরানের জাহাজ থেকে তেল খালাস করে অন্য একটি জাহাজে স্থানান্তর করা হয়। এর কয়েকদিন পরেই পারস্য উপসাগরের পানিসীমা থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরান।

এরপরই গ্রিসের পক্ষ থেকে ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১০জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা