লাফাচ্ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুন ২০২২, ১৮:৩৯ | প্রকাশিত : ১৬ জুন ২০২২, ১৮:৩০

দেশের করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। সাড়ে তিন মাস পর গত এক দিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন তিন শতাধিক মানুষ। এতে শনাক্তের হার এক লাফে পাঁচের ওপরে চলে গেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৫৭ জন, যাতে শনাক্তের হার ৫.৭৬ শতাংশ। বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৬ হাজার ২০০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৩৫৭ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৭৬ শতাংশ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি শনাক্তের হার পাঁচের নিচে নামে। সেদিন শনাক্তের হার ছিল ৪.১৫ শতাংশ। এরপর থেকে শনাক্তের হার কমতে থাকে। এক পর্যায়ে শনাক্তের হার শূন্য দশমিক ২০ শতাংশেরও নিচে নেমে আসে। তবে জুনের প্রথম দিকে থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত ৩৫৭ জনের মধ্যে ঢাকাসহ ঢাকা মহানগরীর ৩২৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন।

একইসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না থাকার ফলে দেশে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে। অন্যদিকে একইসময়ে আরও ১১৪ জন করোনা থেকে সেরে উঠেছেন। তাদের নিয়ে দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।

(ঢাকাটাইমস/১৬জুন/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধের দাবি হকার্স ইউনিয়নের 

সব অংশীজন নিয়ে টেলিযোগাযোগ ও তথ‌্য সংঘ দিবস পালিত হবে: প্রতিমন্ত্রী

ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা

শাহজালালে তিন দিন রাতে ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

দুই অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি

আট দফা কমার পর বাড়ল সোনার দাম

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: শিডিউল বিপর্যয়ে দিনভর যাত্রীদের ভোগান্তি

মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারি: স্থানীয় সরকারমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :