রূপসায় বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির লাশ উদ্ধার

রূপসা (খুলনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০২২, ১১:৪৪

খুলনার রূপসা উপজেলায় বজ্রপাতে নিখোঁজ মতি শিকদার (৪৫) নামে এক ট্রলার মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বটিয়াঘাটা থানার আলুতলা দশগেট নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মতি শিকদার চর রূপসা মাঝিপাড়ার সলেমান শিকদারের ছেলে।

খবর পেয়ে রূপসা ঘাট মাঝি সংঘের সভাপতি রেজা ব্যাপারী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ ব্যাপারী এবং মতি শিকদারের নিকট আত্মীয়-স্বজন সেখান থেকে রাতেই লাশ নিয়ে আসেন।

জানা যায়, বুধবার মতি শিকদার বিকাল ৫টার দিকে পূর্ব রূপসা ঘাট থেকে ট্রলারে ১৭ জন যাত্রী নিয়ে পশ্চিম রূপসা ঘাটের দিকে যাচ্ছিলেন। একই সময় পশ্চিম রূপসা ঘাট থেকে খোকন মাঝি ট্রলার নিয়ে পূর্ব ঘাটে আসছিলেন। এ সময় ট্রলারের নিকটে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে কানের পর্দা ফেটে খোকন মাঝি, মতি শিকদারের ছেলে রাকিব ও যাত্রী নাজমুল হাসান রানাসহ সাতজন আহত হন। এসময় ট্রলার মাঝি মতি শিকদার নদীতে পড়ে যান। বাবাকে বাঁচাতে মতি মাঝির ছেলে নদীতে ঝাঁপ দেন। রাকিব বাবাকে না পেয়ে নদী থেকে উঠে আসলেও মতি শিকদার নিঁখোজ ছিলেন

পরে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৭জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :