সেরা ফিচার নিয়ে ওয়ালটনের নতুন স্মার্টফোনে বিশেষ মূল্য ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২২, ২১:০৮
অ- অ+

দুর্দান্ত ফিচারের আরেকটি দারুণ স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল ‘প্রিমো আর নাইন’। এতে ব্যবহৃত হয়েছে বড় ডিসপ্লে, শক্তিশালী র‌্যাম ও ব্যাটারি, এআই ট্রিপল ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। অনলাইন থেকে ক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ ডিসকাউন্টসহ নানা সুবিধা।

জানা গেছে, দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯৯ টাকায়। তবে ‘তুফানি সেল’ ক্যাম্পেইনে ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ই-প্লাজা এবং ওয়ালকার্ট থেকে ফোনটি কিনলে ১,৫০৯ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। ফলে এর দাম পড়ছে মাত্র ১০,৪৯০ টাকা। এ সুযোগ থাকছে ১ জুলাই, ২০২২ পর্যন্ত। মোবাইল ব্যাংকিং মাধ্যম নগদ ব্যবহার করে ওয়ালকার্ট থেকে ফোনটি ক্রয়ের ক্ষেত্রে থাকছে আরো ১০ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ৪০০ টাকা) এবং ফ্রি হোম ডেলিভারি।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ‘প্রিমো আর নাইন’ ফোনটি অরোরা গ্রিন এবং ম্যাগনেটিক ব্ল্যাক রঙে বাজারে এসেছে। এতে রয়েছে ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৫২ ইি র এইচডি প্লাস ডিউ-ড্রপ ডিসপ্লে। আইপিএস ইনসেল প্রযুক্তির পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ব্যবহৃত হয়েছে ১.৮ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি২৫ অক্টাকোর প্রসেসর। যার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ১২ ন্যানোমিটার ফিনফিট এবং হাইপারইঞ্জিন টেকনোলজি। গ্রাফিক্স হিসেবে আছে পাওয়ার ভিআর জিই৮৩২০। রয়েছে ৩ গিগাবাইট এলপিডিডিআর৪ র‌্যাম এবং ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ। ফোনটিতে ১২৮ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে।

‘প্রিমো আর নাইন’ স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই ট্রিপল (তিন) ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ১৩ মেগাপিক্সেলের। ফলে এই ফোনে ছবি হবে ঝকঝকে ও নিখুঁত। আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুল এইচডি রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে।

ক্যামেরার বিশেষ ফিচারের মধ্যে রয়েছে পিডিএএফসহ অটোফোকাস, প্রো মোড, ম্যাক্রো, ৫পি লেন্স, পোরট্রেইট, ফোরএক্স ডিজিটাল জুম, হোয়াইট ব্যালান্স, জিফ, সেলফ টাইমার, টাচ ফোকাস, ফিংগার ক্যাপচার, স্লো মোশন, টাইম-ল্যাপস, প্যানোরামা, ফিল্টার, নাইট, বিউটি মোড, ব্র্যান্ড ওয়াটার মার্ক, ইন্টেলিজেন্ট স্ক্যানিং ইত্যাদি।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্টসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, রেকর্ডিংসহ এফএম রেডিও, ডার্ক মোড, স্মার্ট টাচ, জেসচার নেভিগেশন, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ থ্রি ইন ওয়ান ডুয়াল ফোরজি সিম স্লট, ওটিএ, ওটিজি, অ্যান্ড্রয়েড অটো ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

(ঢাকাটাইমস/২০জুন/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা