একই পরিবারের ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, জানুন কেন

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২২, ০৯:৩৮| আপডেট : ২৮ জুন ২০২২, ০৯:৪৪
অ- অ+

চট্টগ্রামে ২৫ বছরের পুরনো মামলায় একই পরিবারের ছয়জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আইএফআইসি ব্যাংকের ২১৭ কোটি টাকার ঋণখেলাপি মামলায় সোমবার দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ঋণখেলাপিরা হলেন- মোনাভী টেক্সটাইল কমপ্লেক্স লিমিটেডের এমডি শাহ মুরাদ, পরিচালক ইদ্রিস মিনহাজ, ইলিয়াস মুরাদ, সামসুদ্দিন রিয়াদ ও শামসুল আলম ফয়সাল। তারা একই পরিবারের সদস্য।

আদালত সূত্রে জানা গেছে, মোনাভী টেক্সটাইল কমপ্লেক্স লিমিটেড আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে আর সেই অর্থ ফেরত দিতে পারেনি। এরপর ব্যাংক কর্তৃপক্ষ ১৯৯৭ সালে অর্থঋণ আদালতে মামলা করেন।

মামলায় ২০২১ সালের ৪ নভেম্বর আদালত ব্যাংককে ২১৭ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ১৫০ টাকা দেওয়ার নির্দেশ দেন। সেই রায় বাস্তবায়নের জন্য গত ২৭ ফেব্রুয়ারি (নম্বর-৬১/২২) মামলা করে ব্যাংক। এ মামলায় খেলাপিঋণ আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা, পাসপোর্ট জব্ধ ও তাদের বন্ধক রাখা সম্পদ ক্রোক করার নির্দেশনা চেয়ে আবেদন করেন।

আদালত সোমবার দুপুরে শুনানি শেষে প্রতিষ্ঠানটির এমডি ও পাঁচ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আসামিদের তপশিলের সম্পত্তিতে অন্তবর্তীকালীন ক্রোকাদেশ জারি করেন।

(ঢাকাটাইমস/২৮জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুশি কম্পোজি-কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে: কাজী মামুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা