যানবাহনের চাপ নেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ১৬:০৭

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের ব্যস্ততম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া। পদ্মা সেতু চালুর পর থেকেই যানবাহনের চাপ কমেছে অর্ধেকের বেশি।

ঘাট এলাকায় যানবাহন না থাকায় নোঙর করে রাখা হয়েছে অধিকাংশ ফেরি। সামান্য কিছু যানবাহন নিয়ে ফেরিগুলোকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে ছেড়ে যেতে দেখা গেছে। প্রতিটি ফেরিতে যানবাহন কম নিয়ে পারাপার হওয়াতে খরচ উঠবে কি না এমন দুশ্চিন্তায় রয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। বর্তমানে ফেরি বহরের ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহন না থাকলে ফেরিগুলোকে তখন ঘাটে নোঙর করে রাখা হয়।

(ঢাকাটাইমস/১জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :