কেন সবার কাছে ক্ষমা চাইলেন শামীম ওসমান? জেনে নিন আসল কারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ২৩:২৪
অ- অ+

কাছের-দূরের সবার কাছে ক্ষমা চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। একইসঙ্গে নিজের জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়াও চেয়েছেন তিনি। শনিবার এক ভিডিও বার্তায় তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে সবার উদ্দেশে বক্তব্য দিয়েছেন। হঠাৎ কেন তার এমন বক্তব্য, তার বিস্তারিত নিয়ে এই প্রতিবেদন।

ভিডিও বার্তায় শামীম ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মের জন্য সম্পদ।’

শনিবার সপরিবারে হজে যাওয়ার সময় এই ভিডিওবার্তা দেন শামীম ওসমান। তিনি বলেন, ‘আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে। যারা আমাকে পছন্দ ও অপছন্দ করেন, আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করে দেবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন সহীহভাবে হজ করে আল্লাহকে খুশি করতে পারি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমি যদি বেঁচে নাও থাকি, আপনারা উনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ও তার পরিবারকে হায়াতে তাইয়্যেবা দান করেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জাতির পিতা স্বপ্ন দেখতেন- বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এ দেশে যেন কোনো মানুষ গরিব না থাকে, সবার পেটে যেন ভাত থাকে, মাথার উপর যেন ছাদ থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ যেন তার এ স্বপ্ন পূরণ করেন।’

(ঢাকাটাইমস/০২জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা