পথচারীদের জন্য বিনামূল্যে পানি-বিস্কুটের ব্যবস্থা ছাত্রলীগ নেতার

রাজধানীর অসহায়, দরিদ্র রিকশাচালক ও পথচারীদের জন্য বিনামূল্যে পানি ও বিস্কুট দিয়েছেন ছাত্রলীগ নেতা মো. বিপ্লব খান। তিনি কলাবাগান থানার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বিপ্লব খান ঢাকা টাইমসকে বলেন, গরমে মানুষের চরম অবস্থা। বিশেষ করে রাস্তায় বের হওয়ায় পথচারী, দিনমজুর রিকশা ও ভ্যানচালকসহ সাধারণ মানুষ। এই গরমে একটু পানি হলে পিপাসা মিটানো যায়, একটু হলেও স্বস্তি লাগে। হাফ লিটার পানির দাম ১৫ টাকা, মাত্র দুই গ্লাস পানি হয়। সবাই এই গরমে কিনে খেতে পারে না। তাই মানবিকতা থেকে ছাত্রলীগ ও শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামান্য প্রয়াস।
বিপ্লব বলেন, আমি যেহেতু রাজধানীর কলাবাগান থানা এলাকায় ছাত্রলীগ সংগঠন করি, তাই পান্থপথ দিয়ে মাঝে মাঝে আসা-যাওয়া হয়। গরমের পাশাপাশি পান্থপথ সিগনালে যানবাহনের যানজট থাকেও বেশ। তাই পান্থপথ রাস্তার মোড়ে পানি ও বিস্কুটের ব্যবস্থা করেছি। যতদিন গরম থাকবে এবং শীতকাল না আসা পর্যন্ত এই কাজ চলমান থাকবে।
(ঢাকাটাইমস/০৪আগস্ট/কেএম)

মন্তব্য করুন