পাসপোর্টে নাম বদলেও রক্ষা পেলেন না লন্ডনপ্রবাসী নারী

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ২০:২০
অ- অ+

সিলেটের ওসমানীনগরে চার বছরের সাজাপ্রাপ্ত রিনা বেগম নামে এক যুক্তরাজ্যপ্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উমরপুর ইউনিয়নের লামাইসবপুর গ্রামের প্রবাসী খোকন মিয়া ওরফে আব্দুল মতিনের স্ত্রী।

বৃহস্পতিবার রাতে সিলেট শহরের আলমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে পলাতক থেকে পাসপোর্টে নিজের নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাজ্য থেকে গোপনে দেশে আসা-যাওয়া করে আসছিলেন রিনা বেগম। তার নামে ২০১৪ সালে আদালতে দায়ের করা একটি মামলায় চার বছর সাজা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ তাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে।

তাকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আমরা তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশলে তাকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা