৫৯ বছর ধরে মাটির ঘরে পাঠদান

শাহজাদা মিনহাজ, লোহাগাড়া (চট্টগ্রাম)
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২২, ১৪:১৮| আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৪:২৩
অ- অ+
জরাজীর্ণ এই মাটির ঘরে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে (ছবি: ঢাকাটাইমস)

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়। ঐতিহাসিক গুপ্ত দীঘির পাড়ে ১৯৬৩ সালে বাবু কালিশংকর দাশ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ে বর্তমানে দুই হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে। তবে প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত এই বিদ্যালয়ে সরকারি কোনো ভবন নির্মাণ হয়নি। প্রতিষ্ঠার ৫৯ বছর ধরে মাটির এই ঘরে চলছে পাঠদান।

বিদ্যালয় ঘুরে দেখা যায়, মাটির তৈরি ঘরটি জরাজীর্ণ। দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। জরাজীর্ণ এই মাটির ঘরে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। এমনকি ভেতরে জায়গা সংকটের কারণে বারান্দায়ও ক্লাস নেওয়া হয়। টিনের ছাউনি ফুটো হয়ে বৃষ্টির পানি ছিটকে পড়ে শিক্ষার্থীদের গায়ে।

এদিকে মাটির তৈরি জরাজীর্ণ ঘরটি এখন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আতঙ্কের কারণ। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাভেদ করিম বলেন, ‘একটি নতুন ভবন হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক থাকবে না।’

তিনি বলেন, ‘সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর চেষ্টায় এ উপজেলায় সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ হচ্ছে। এর ধারাবাহিকতায় এ বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, ‘এই বিদ্যালয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু দুঃখের বিষয় প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত এই বিদ্যালয়ে সরকারি কোনো ভবন নির্মাণ হয়নি। মাটির ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিগগিরই নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

(ঢাকাটাইমস/৮আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা