এক সপ্তাহেও খোঁজ মেলেনি নির্মাণশ্রমিক বাবুর

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ২০:২৫
অ- অ+

সুনামগঞ্জের ধর্মপাশায় নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নির্মাণশ্রমিক বিদ্যা মিয়া ওরফে বাবুর (২৮)। নিখোঁজ বাবু উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে।

গত ৮ আগস্ট রাত থেকে বাবু নিখোঁজ রয়েছেন। বাবুর বড় ভাই রুবেল তালুকদার বুধবার রাতে এ ব্যাপারে ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বাবুর পরিবার সূত্রে জানা যায়, বাবু কিছুদিন ধরে ধর্মপাশা উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে একটি নির্মাণাধীন ঘরে কাজ করত এবং রাতে সেখানেই অবস্থান করত। গত ৮ আগস্ট সোমবার বাবু নিজ বাড়িতে দুপুরের খাওয়া শেষে বিকাল তিনটার দিকে কর্মস্থলে যায়। পরে আর সে বাড়িতে ফিরেনি। এমনকি তার মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।

বাবুর বড় ভাই রুবেল আহমেদ তালুকদার বলেন, ‘আমার ভাই নিখোঁজ হয়েছে এক সপ্তাহ হলেও এখনো তার সন্ধান পাওয়া যাচ্ছে না।’

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বাবুর পরিবারের পক্ষ থেকে সন্দেহভাজন কারও নাম পাওয়া যায়নি। এ ব্যাপারে মোবাইল কল ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা