হবিগঞ্জের সুজাত হাওরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১৬:৪২
অ- অ+

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাত হাওর থেকে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল। হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুজাতপুর হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা গ্রামের প্রদীপ দাশের ছেলে সঞ্জয় দাশ (৪৫) ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল মতিন (৪৮)।

ফায়ার সার্ভিসের দলনেতা পিযুষ কুমার দাস বলেন, সুজাতপুর হাওরে একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল।

সোমবার রাতে একটি বিয়ের নৌকা যাওয়ার সময় তারে জড়িয়ে হাওরে পড়ে নিখোঁজ হন এক ব্যক্তি। ভোরের দিকে আরেকটি নৌকা যাওয়ার সময় আরও একজন সেই তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে প্রায় আট ঘণ্টার চেষ্টা চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা