আরজেএসসির উপনিবন্ধক রণজিৎ কুমারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ২১:৩৮

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) উপনিবন্ধক রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী শেলী হাওলাদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। দুদকের উপপরিচালক মু আরিফ সাদেক মামলার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।

রণজিৎ কুমার রায়ের বিরুদ্ধে হওয়া মামলার এজহারে বলা হয়, দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নয় লাখ পাঁচ হাজার ৩৮ টাকা মূল্যের সম্পদ গোপন করেন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দাখিল করেন। এছাড়া বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৬২ লাখ ৭৮ হাজার ২৩৮ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন ও তা ভোগ দখলে রেখে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অন্যদিকে রণজিৎ কুমার রায়ের স্ত্রী শেলী হাওলাদারের বিরুদ্ধে হওয়া মামলার এজাহারে বলা হয়, আপনারা পরস্পর যোগসাজশে জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ১৯ লাখ ৭৮ হাজার ৪৮৬ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন এবং তা অসৎ উদ্দেশ্যে দখলে রেখে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :