ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখা হবে: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ১৯:৫২
অ- অ+

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রাখা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২২ এর অংশ হিসেবে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত 'ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল' পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে সারাবিশ্বের মধ্যে একটি উদার নজির। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব এর সূচনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই নজির সৃষ্টি করে -- বাংলাদেশকে সারাবিশ্বের মাঝে একটি ধর্ম নিরপেক্ষ দেশের রোল মডেলে পরিণত করেছেন। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখব।’

এ সময় মেয়র সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পরে মেয়র প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা