ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০২২, ১৯:৩০

দুই বাসের সংঘর্ষে ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতু উওর থানা এলাকায় এক পথচারীসহ ৬ বাস যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা বরিশালগামী ঈগল পরিবহনের বাস ইলিশ পরিবহনকে ধাক্কা দিলে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঈগল পরিবহনের থাকা ৬ জন যাত্রীসহ এক পথচারী আহত হন।

এরমধ্যে গুরুতর আহতরা হলেন- ঈগল পরিবহনের যাত্রী বরিশালের আমতলী উপজেলার নুরুজ্জামানের স্ত্রী নুরজাহান বেগম ও মাগুরা জেলার মহসিন হকের ছেলে মোহাম্মদ আলী।

পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলেও, বাস দুটির চালক ও হেলপারদের আটক করা সম্ভব হয়নি। পরে রেকার দিয়ে ঘটনাস্থল থেকে বাস দুটি সরিয়ে নিয়ে প্রায় ১ ঘণ্টা পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করা হয়।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :