বিআইজেএফ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪০
অ- অ+

আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন ২০ জন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে একজন, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে দুজন ও নির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কমিশন জানিয়েছে, ৪ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে প্রার্থীতা সম্পর্কে লিখিতভাবে আপত্তি পেশ করা যাবে। ৯ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। যারা একাধিক পদে মনোনয়ন দিয়েছেন তাদের এই সময়ের মাঝে একটি পদ রেখে বাকিটি বা বাকিগুলো প্রত্যাহার করতে হবে। ১০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় ভোটার রয়েছেন ৫৪ জন। যাদের সরাসরি ভোটে কার্যনির্বাহী কমিটির ৯ জন সদস্য নির্বাচিত হবেন।

ভোট গ্রহণ করা হবে ২৩ সেপ্টেম্বর এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে স্বৈরাচারের স্থান জনগণ মেনে নেবে না : আমিনুল হক
আখাউড়ায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়
প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার
বিদেশে পাচারের উদ্দেশে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা