এই দেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না: মাহমুদউল্লাহর স্ত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২১:২৩

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন গেল আসরের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে দলে রাখা হবে কি হবে না এ বিষয় নিয়ে গেল বেশ কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। তবে রিয়াদকে বাদ দিয়েই আজ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়টি সহজে মেনে নিতে পারেননি রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ক্ষোভ ঝেড়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের কোনো বক্তব্য না পাওয়া যায়নি।

জান্নাতুল কাওসার মিষ্টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!..........'

এদিকে রিয়াদের স্ত্রীর এমন পোস্টের কমেন্টে অধিকাংশ ক্রিকেটপ্রেমী রিয়াদকে দলে না রাখায় হতাশার কথা শোনাচ্ছেন। পাশাপাশি নির্বাচকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

পোস্টটির কমেন্টে রিয়াদের ভায়রা ভাই জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রীও প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, 'আরে নাহ , they have A team of hard hitters ✌️ বলে বলে ছয় আর ছয়!'

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :