ধর্ম যার যার উৎসব সবার: আ জ ম নাছির

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫১
অ- অ+

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একজনের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা সবাই অংশ গ্রহণ করি।এই ভাতৃত্ববোধ আমাদের বাঙালি জাতীয়তাবাদকে চিরকাল জাগরূক রেখেছে। তাই ধর্ম যার যার উৎসব সবার, যোগ করেন তিনি।

চিরায়তকাল ধরে এই ভূখণ্ডে হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিস্টান পরস্পর সহাবস্থান করে আসছে বলেলেও উল্লেখ করেন তিনি।

শনিবার দুপুরে নগরীর জামালখানস্থ একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক ওয়ার্ড এলাকাবাসীর মাঝে শারদীয় বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সহসভাপতি হাজী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, মৃদুল দাশ, আহসান উল্লাহ খোকন, ইকবাল আহমদ ইমু, জাহাঙ্গীর মোস্তফা, বাবুল দেব রায়,সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, শ্বাশত চৌধুরী লিটু,এড টিপু শীল জয়দেব, লিটন শীল,মিনহাজ উদ্দিন, শৈবাল দাশ, রত্নেশ্বর দাশ জিতু, সুষ্ময় দাশ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা