বিএনপির আমলে সাংবাদিকদের নির্যাতনের শিকার হতে হয়নি: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩২
অ- অ+

বিএনপি সরকারের আমলে সাংবাদিকদের নির্যাতনের শিকার হতে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, অনেক সাংবাদিকই আছেন যারা সত্য কথা বলতে চান, কিন্তু পারেন না। এই সরকারের আমলে অনেক সাংবাদিক মামলা খাচ্ছেন, হামলা হচ্ছে, গুম হচ্ছে। আবার অনেক সাংবাদিক স্বাবলম্বীও হচ্ছেন। কিন্তু একথা সত্য যে, বিএনপি সরকারের আমলে সাংবাদিকদের নির্যাতনের শিকার হতে হয়নি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে ব্যবহার করছে। কোনো সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থাকে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজের জন্য ব্যবহার করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে ব্যবধান আছে, বর্তমান সরকার এটি ভুলে গেছে। এ কারণে সরকার এমন কিছু প্রতিষ্ঠানকে ব্যবহার করছে, সেগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠান না। যেসব সংস্থাকে সরকার ব্যবহার করছে, সব কিন্তু সরকারি সংস্থা না।’

তিনি বলেন, ‘সরকার ভাবছে খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপিকে যদি নির্বাচনে আনা যায়, তাহলে কেমন দেখা যায়। এমন কথাও আমাদের কানে আসছে, খালেদা জিয়া মুক্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।’

‘আমার কথা হলো, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিলে সরকার নিজেই ক্ষমতায় থাকবে কি না? খালেদা জিয়া কি এত বোকা? তিনি আপসহীন। নৈতিকতাবিরোধী কোনো কাজ তাকে দিয়ে করানো সম্ভব নয়। এখানেই আমাদের শক্তি। আমাদের জন্য মাথা নত করার প্রশ্নই আসে না। আর আমরা যদি মাথা নত না করি, তাহলে শেখ হাসিনার জন্য আরেকটি নির্বাচন করে ক্ষমতায় আসা সম্ভব নয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিদেশে ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। প্রশ্ন হলো, টাকা কোথা থেকে আয় হয়েছে? সেটা তো লুটপাটের টাকা। যদি ওই টাকা দেশে থাকতো, যদি বিনিয়োগ হতো, মানুষের কর্মসংস্থান হতো, তবে টাকাও বাড়তো, দেশও সমৃদ্ধ হতো। কিন্তু তারা তো চুরি করে টাকা বাইরে পাচার করেছে।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘সরকার ইভিএম কিনবে। আর কিছুদিন পর নির্বাচন কমিশনের বেতন দেবে কোথা থেকে সেটাই তো প্রশ্ন। থলেতে টাকা নেই, ব্যাংকগুলোর অবস্থা খারাপ। দুদক যেখানে সেখানে হানা দিচ্ছে টাকার জন্য। চীন বা বিশ্বব্যাংক তো বিনিয়োগ করবে ব্যবসায় বা উন্নয়নের পেছনে। সরকারি চাকরিজীবীদের বেতন দিতে তো তারা ঋণ দেবে না। কিছুদিন পর সরকার কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খাবে।’

সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহসহ অন্য সাংবাদিক নেতারা।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা