বগুড়ায় আ.লীগ নেতা অভি হত্যায় গ্রেপ্তার ৫

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৫

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা শেখ মর্তুজা কাওসার অভি (৩৮) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নিহত অভির স্ত্রী খাদিজা আক্তার লিমা ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, পৌর কমিটির সদস্য শহরের খন্দকারপাড়ার সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জুর ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ হিমেল (৩২), যুবলীগকর্মী শহরের পূর্বদত্তপাড়া এলাকার গোলাম মোস্তফা ড্রাইভারের ছেলে সোহাগ হোসেন (৩০), শহরের নয়াপাড়া এলাকার জাহিদ হোসেন (২৬), উপজেলা ছাত্রলীগের সভাপতি শহরের নয়াপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে আরিফুর রহমান শুভ (৩৫), শেরপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলার শেরুয়া গ্রামের পাকছার আলীর ছেলে রিয়াজুল ইসলাম বাপ্পি (৩৭)।

মামলার অন্য আসামিরা হলেন, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহরের নয়াপাড়া (কোর্টপাড়া) এলাকার নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), শেরপুর পৌর শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক (রুহান-কারিমুল কমিটি) মো. রকি (২৭) এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শহরের উলিপুরপাড়া আলতাব হোসেনের ছেলে এনামুল মুসলিমিন সোহাগ (৩৫)। এ ছাড়া আরো ৮-৯ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজাহারনামীয় অভিযুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পূর্বশত্রুতা এবং আভ্যন্তরীণ কোন্দলে শেখ মর্তুজা কাওসার অভিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।

অভি শেরপুর পৌর এলাকার খন্দকারপাড়ার মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :