নোবেল পুরস্কার ঘোষণা শুরু আজ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২, ০৯:৩৮| আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:১৯
অ- অ+

বিশ্বের সবচেয়ে আলোচিত ও সম্মানজনক নোবেল পুরস্কার ঘোষণা শুরু হবে আজ সোমবার।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি।

নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরদিন বুধবার রসায়নে নোবেল বিজয়ীর নাম।

সবচেয়ে আগ্রহ এবং আলোচিত নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণা করা হবে ৬ অক্টোবর (বৃহস্পতিবার)। এর পর ৭ অক্টোবর (শুক্রবার) শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে হবে।

এবছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য পাবনার ঈশ্বরদীর কৃতীসন্তান ডা. রায়ান সাদী মনোনীত হয়েছেন।

১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্যদিয়ে শেষ হবে ২০২২ সালের নোবেল পুরস্কার ঘোষণা।

ঈশ্বরদীর কৃতীসন্তান ডা. রায়ান সাদী মনোনীত: নোবেল শান্তি পুরস্কারের জন্য ঈশ্বরদীর কৃতীসন্তান ডা. রায়ান সাদী মনোনীত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৪০তম ব্যাচের শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের টেভোজেন বায়ো কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রায়ান সাদী ঢামেক থেকে এমবিবিএস শেষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে লিডারশিপ, ইয়েল ইউনিভার্সিটি থেকে হেলথ পলিসি ও অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
জবিতে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা