খালাতো ভাইয়ের মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে নিলয় বুঝলেন, ‘এটা ভুল পথ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ১৪:৫৩

শারতাজ ইসলাম নিলয়। খালাতো ভাইয়ের মাধ্যমে জঙ্গিবাদের উদ্বুদ্ধ হয়েছিলেন এই তরুণ। গত ১ সেপ্টেম্বর ঢাকার কল্যাণপুর থেকে কথিত হিজরতের উদ্দেশ্যে বাসা থেকে নিরুদ্দেশ হন। সঙ্গে ছিলেন আরও কয়েক তরুণ। সামরিক প্রশিক্ষণ (বোমা তৈরি, সশস্ত্র হামলা) নিতে যান পটুয়াখালীতে। তবে জঙ্গিবাদ যে ভুল পথ, তা বুঝতে পেরে প্রশিক্ষণরত অবস্থায় বাসায় ফেরেন।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে নিজের জঙ্গিবাদের জড়িয়ে পড়ার এ অভিজ্ঞতা তুলে ধরেন নিলয়।

তিনি বলেন, ‘এটা (জঙ্গিবাদ) সম্পূর্ণ ভুল পথ। কোনো কিছু করার আগে জেনে বুঝে করা উচিত। কেউ আমার মতো না বুঝে এমন ভুল করবেন না।’

ভুল পথ থেকে ফিরে আসা এই তরুণ আরও বলেন, ‘পরিবার ছেড়ে হিজরতের কথাটা যখন জানতে পারি তখন খুব কষ্ট হয়েছিল। যখন বাসা ছাড়ার বিষয় আসে তখন এটা আমি মেনে নিতে পারিনি। অনেকটা বাধ্য হয়ে আমি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করি। সুযোগ বুঝে আমি বাসায় ফিরে আসি।’

নিলয়কে র‌্যাবের জিম্মায় রাখা হয়েছে। এরপর তাকে আদালতে হাজির করা হবে। তবে আটককৃতদের বিরুদ্ধে যে মামলা হবে, সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হবে না।

মানুষ কতল করা, কথিত তাগুদকে উৎখাত বা সশস্ত্র হামলা প্রসঙ্গে নিলয় বলেন, ‘সশস্ত্র প্রস্তুতির কথা বার বার শুনেছি। কিন্তু আমি সেই স্টেজ পর্যন্ত যেতে পারিনি। তার আগেই ভুল বুঝতে পেরে আমি ফিরে আসি।’

যারা এখনো ‘নিখোঁজ’ বা উদ্ধুব্ধ হয়ে হিজরতের পথে রয়েছেন তাদের উদ্দেশ্যে এই তরুণ বলেন, ‘আমি ৪-৫দিন ছিলাম। এর মধ্যেই বুঝতে পারি এটা ভুল পথ। আসলেই এটা ভুল পথ। এই ভুল পথে পা বাড়াবার আগে বুঝেশুনে যাওয়া উচিত। না বুঝে যাওয়া উচিত নয়।’

এটা ভুল পথ, এই ভুল পথে আর যেন কেউ পা না বাড়ায় সেই অনুরোধ জানান নিলয়।

জঙ্গি সংশ্লিষ্টতায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ জনসহ ৭ জনকে গত বুধবার রাতে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আটক করেছে র‌্যাব।

মূলত নিলয়ের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয় র‌্যাব। কুমিল্লা থেকে নিখোঁজ ৮ তরুণের মধ্যে শারতাজ ইসলাম নিলয়ও ছিলেন।

ঢাকাটাইমস/০৬অক্টোবর/এসএস/এফএ

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পুলিশের সোর্স হত্যা: পলাতক দুই আসামি গ্রেপ্তার

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :