জেল খেটে ফের নারীকে হত্যাচেষ্টা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ১৯:১৯| আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৯:৩২
অ- অ+

নওগাঁর রাণীনগরে ঘরে ঢুকে গলায় রশি দিয়ে বেঁধে এক নারীকে হত্যাচেষ্টা মামলার আসামি চয়েন উদ্দীন ওরফে ভোদর (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চয়েন উদ্দীন উপজেলার মালশন গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার মালশন গ্রামের মৃত ইব্রাহিম আলীর স্ত্রী ছালমা আক্তার মঙ্গলবার রাতে বাড়িতে একা ছিলেন। এ সময় চয়েন উদ্দীন বাড়িতে ঢুকে গলায় রশি দিয়ে এবং দড়ি দিয়ে ছালমার শরীর বেঁধে ফেলে ছালমাকে হত্যার চেষ্টা চালায়। এমতাবস্থায় ধস্তাধস্তির এক পর্যায়ে ছালমার একটি দাঁত ভেঙে যায়। এ সময় ওই নারী নিজের প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় চয়েন।

পুলিশ জানায়, ২০১০ সালে চয়েন তার স্ত্রীকে হত্যার দায়ে জেল খেটে গত বছরের শেষের দিকে মুক্তি পায়। তখন ওই নারীর স্বামীসহ গ্রামের অনেকেই চয়েনকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশকে সহায়তা করেছিল। সে কারণেই চয়েন ওই নারীকে হত্যার চেষ্টা করে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ছালমার দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদে বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে চয়েন উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চয়নকে এদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা