ডাকাতের গুলিতে কৃষক গুলিবিদ্ধ, অপহরণ ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ১৬:০২

কক্সবাজার টেকনাফে পানের বরজে কাজ করতে গিয়ে ডাকাতদলের হাতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ডাকাতের দল আরেকজনকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।

গুলিবিদ্ধ ব্যক্তি মৃত সোনা আলীর পুত্র মো. শরীফ এবং অপহৃত যুবক একই এলাকার মাহমুদুল্লাহর পুত্র আব্দুর রহমান।

গুলিবিদ্ধ মুহাম্মদ শরীফকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।

গুলিবিদ্ধ শরীফের ভাই ফরিদ জানান, আব্দুর রহমান ও মুহাম্মাদ শরীফ বড়ডেইল এলাকায় পাহাড়ের পাশে প্রতিদিনের ন্যায় সকালে পানের বরজে কাজ করতে গেলে সেখানে ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা তাদের কাছে জানতে চেয়েছে এদিকে বস্তা নিয়ে কোনো লোক গেছে কিনা? তখন অপহৃত ও গুলিবিদ্ধ দুজনই বলে আমরা কাউকে দেখিনি। তখন ডাকাতরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ‘কেন দেখস নাই’' বলে একজনকে গুলি করে অন্যজনকে অপহরণ করে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনা শোনার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :